ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২১ সালে চীনে পরিশোধিত তামা উৎপাদন বেড়েছে

২০২১ সালে চীনে পরিশোধিত তামা উৎপাদন বেড়েছে

২০২১ সালে চীন ১ কোটি ৪ লাখ ৯০ হাজার টন পরিশোধিত তামা উৎপাদন করেছে। যা এর আগের বছরের তুলনায় উৎপাদন বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস।

তাদের কার্যক্রম সর্বোচ্চ মাত্রায় পরিচালনা করেছে চীনের বিগলন প্রতিষ্ঠানগুলো। বাজার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত বছর নিকেল আকরিক পরিশোধনের ট্রিটমেন্ট চার্জ ছিল আর্কষণীয়। অন্যদিকে বেশি ছিলো সালফিউরিক অ্যাসিডের দামও। চলতি বছরও একই রকম থাকবে পরিস্থিতি। এ সময় অব্যাহতভাবে বাড়বে চীনের পরিশোধিত তামা উৎপাদন সক্ষমতা। এছাড়া তামার কনসেনট্রেট সরবরাহও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে পরিশোধিত তামা উৎপাদন নভেম্বরের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। কারণ এ সময় দেশটির বেশির ভাগ বিগলন কেন্দ্র পুরো বছরের লক্ষ্যমাত্রা অর্জনে উৎপাদন বাড়িয়ে দিয়েছিল। এবং কিছু বিগলন কেন্দ্রকে বিদ্যুৎ সংকট কমে আসায় রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালাতে হয়েছে। সেজন্য তাদের উৎপাদন নিম্নমুখীই ছিল। গত বছরের ডিসেম্বরে ৯ লাখ ১০ হাজার টন পরিশোধিত তামা উৎপাদন করে চীন।

তবে বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, চলতি মাসে ধাতব পণ্যটির উৎপাদন ডিসেম্বরের তুলনায় কিছুটা কমে আসতে পারে। কারণ নতুন বছরের ছুটি উপলক্ষে একদমই নিম্নমুখী ছিল অনেক বিগলন কেন্দ্রের উৎপাদন হার।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন