২০২২ সালে আন্তর্জাতিক বাজারে তামার দাম অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। সরবরাহ সংকট কাটাতে উত্তোলন বাড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের খনি মালিকরা। তবে ঊর্ধ্বমুখী মুনাফার হারের কারণে পণ্যটির চাহিদা কমতে শুরু করেছে।
তথ্য অনুযায়ী, গত বছরের মার্চে আন্তর্জাতিক বাজার আদর্শ তামার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সে সময় প্রতি টনের মূল্য স্থির হয় ১০ হাজার ৭৪৭ ডলার ৫০ সেন্টে।
মহমারী প্রতিরোধে আরোপিত লকডাউন এবং অন্যান্য বিধিনিষেধ শিথিল হতে থাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয়। ফলে পণ্যটির চাহিদা বেড়ে যায়। তবে বাজারে পর্যাপ্ত সরবরাহ বা মজুদ কোনোটাই ছিল না। সেজন্য বছরের অন্য সময়ও দাম ছিল আকাশচুম্বী।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) চলতি বছর তামার নগদ চুক্তি মূল্য টনপ্রতি ৯ হাজার ৩৭০ ডলারে নামতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। যা সর্বশেষ কার্যদিবসের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ কম।
আনন্দবাজার/টি এস পি