ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাক বাজেট আলোচনা শুরু ৬ ফেব্রুয়ারি

প্রাক বাজেট আলোচনা শুরু ৬ ফেব্রুয়ারি

২০২২-২০২৩ অর্থবছরের (জুলাই-জুন) প্রাক বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে চলতি অর্থবছরের ৬ ফেব্রুয়ারি থেকে। সবকিছু ঠিকঠাক মতো হলে এই আলোচনা ২০ মার্চ পর্যন্ত চলবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে ‘এনবিআর বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করার লক্ষ্য নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে প্রাক বাজেট আলোচনার সময়সূচি চূড়ান্ত করেছে ।’

প্রধান বাজেট সমন্বয়কারী ও এনবিআরের কাস্টমসের বিভাগের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তালিকা চূড়ান্ত করা হয়। আগামি ৬ ফেব্রুয়ারি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মালিক সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাক বাজেট আলোচনা শুরু হবে। শেষ হবে এনবিআর ও এফবিসিসিআইয়ের পরামর্শক কমিটির সভার মাধ্যমে। এবার প্রাক বাজেট আলোচনা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেটে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে।

গত ২০ জানুয়ারি কাস্টমসের বিভাগের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলাম প্রধান বাজেট সমন্বয়কারী করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর দেশের সকল চেম্বারস ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফট কপি ই-মেইলের মাধ্যমে প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব বরাবরে প্রেরণের অনুরোধ করা হয়। যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোন চেম্বার বা অ্যাসোসিয়েশেনের সদস্য নয় তারা সরাসরি ইমেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব প্রেরন করতে পারবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন