ইন্টারনেটে কিছু সার্চ করতে হলে বিশ্বব্যাপী গুগল করা ছাড়া অন্য কিছু চিন্তাও করা যায় না। কিন্তু টুইটার প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোরসি নিরাপত্তা জনিত কারণে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেন না।
তার প্রমাণ মেলে জ্যাক ডোরসির এক টুইট বার্তায়। যেখানে তিনি গুগল সার্চের অন্যতম প্রতিদ্বন্দ্বীকে বাহবা দিয়ে টুইট করেন। টুইটার প্রধান জ্যাক সেখানে লেখেন, ‘আমি ডাকডাকগো (সার্চ ইঞ্জিন) ব্যাবহার করি। যা বেশ কিছুদিন ধরে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে আছে এবং সত্যিই অ্যাপটি খুব ভালো’।
সার্চ ইঞ্জিন ডাকডাকগো ২০০৮ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি জানান, তারা ইউজারদের কোনো প্রকার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না। তাই তাদের ওয়েবসাইটের হোমপেজে স্পষ্টভাবে লেখা আছে, আমাদের গোপনীয়তার নীতিমালা খুবই সাধারণ, আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ অথবা কারো সঙ্গে শেয়ার করি না।’
সম্প্রতি স্টাটিস্টারের একটি প্রতিবেদনে দেখা যায়, গতবছরে বিশ্বজুড়ে ৯০ শতাংশ সার্চ মার্কেট এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের দখলে ছিল।
আনন্দবাজার/একে