দিনাজপুরের হিলিতে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আর এতে আলুসহ বিভিন্ন ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অন্যদিকে বৃষ্টির ফলে চেপে বসেছে শীত। এতে আরো বিপাকে পড়েছে হিলির খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষরা। গত রবিবার সকাল থেকে হিলির বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বিষয়টি পড়তে দেখা গেছে। বৃষ্টির পরিমাণ দুই মিলিমিটার বলে বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা আবওহায়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন।
হিলির বৈগ্রামের আলুচাষি আজিজুল ইসলাম বলেন, আজকে হিলিতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে বৃষ্টি হওয়ায় আমি আলু নিয়ে দুশ্চিন্তায় আছি। শেষ মুর্হুতে যদি আলুতে ভাইরাস ধরে তাহলে আমার চরম ক্ষতি হবে। এবার আমি ১০ বিঘা জমিতে আলু চাষ করেছি। এমন আবহাওয়া হলে আমার পথে বসা ছাড়া উপায় নেই।
হিলির রিক্সা চালক হাবিব বলেন, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। মানুষের চলাচল না থাকায় আজকে কামায় কম হয়েছে। প্রতিদিন যেখানে ৪শ থেকে ৫শ টাকা কামায় করি সেখানে আজকে মাত্র ২শ টাকা হয়েছে। উপার্জন কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়তে হবে।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে অন্য ফসলের তেমন ক্ষতি না হলেও আলুর একটু সমস্যা হতে পারে। তবে আলুতে ছত্রাকনাশক স্প্রে করলে সেটা ঠিক থাকবে। আমরা আগামীকাল কৃষকদের মাঝে সচেতনতার জন্য এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রচার চালাবো।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনর্চাজ তোফাজ্জল হোসেন বলেন, আজকে দিনাজপুরসহ হিলিতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। হিলিতে বৃষ্টির পরিমাণ ধরা হয়েছে ২ মিলিমিটার। বৃষ্টির ফলে তাপমাত্রা কমবে এবং শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি।
আনন্দবাজার/এম.আর