ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মিশন ইম্পসিবল ৭’ এ বছর আসছেনা

‘মিশন ইম্পসিবল ৭’ এ বছর আসছেনা

মুক্তির তারিখ পিছিয়েছে ‘মিশন ইম্পসিবল’ মুভির সপ্তম ও অষ্টম সিক্যুয়ালের। বর্তমান সিনেমা জগতের সিরিজগুলোর মধ্যে টপ লেভেলে রয়েছে ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির প্রায় প্রতিটি পর্বই।

বাণিজ্যিকভাবে এই সিরিজটি যতটা সফলতা পেয়েছে ততটাই জনপ্রিয়তা কুড়িয়েছে। অবশ্য বিশ্বসেরা অভিনেতা টম ক্রুজের অবস্থানও এর জন্য দায়ী।

এ পর্যন্ত ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির ছয়টি সিরিজ দেখেছে বিশ্ববাসী। ২০২২ সালের সেপ্টেম্বরেই কথা ছিল এর সপ্তম সিরিজটি মুক্তি পাওয়ার। আর ২০২৩ সালের জুলাই মাসে আসার কথা ছিল অষ্টম সিরিজটির। কিন্তু সেই পূর্বনির্ধারিত সময়ে আর তা হচ্ছেনা।

আরো পড়ুন: বিচ্ছেদের পরে একই হোটেলে ধানুশ-ঐশ্বরিয়া

এদিকে, করোনা মহামারির কারণে টম ক্রুজ অভিনীত “মিশন: ইম্পসিবল” ফ্র্যাঞ্চাইজির সপ্তম এবং অষ্টম সিরিজগুলো পূর্ব নির্ধারিত সময়ের পরিবর্তে নতুন করে মুক্তির সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছে প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স এবং স্কাইড্যান্স।

নতুন ঘোষিত সময় অনুযায়ী সিনেমা থিয়েটারে ‘মিশন ইম্পসিবল ৭’ মুক্তি পাবে ২০২৩ সালের ১৪ ই জুলাই আর ‘মিশন: ইম্পসিবল ৮’ আসবে ২০২৪ সালের ২৮শে জুন।

জনপ্রিয় এই মুভি সিরিজের নতুন পর্বের অপেক্ষায় রয়েছেন সিরিজপ্রেমী দর্শকরা।

আমন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন