দেশিয় কারখানায় উৎপাদিত মোবাইল হ্যান্ডসেট এ পর্যন্ত দেশের মোট চাহিদার শতকরা ৬৩ ভাগ পূরণ করছে। প্রায় ২৫ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, ২০১৮ সালের পর থেকে গত চার বছরে দেশে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডসহ ১৪টি কারখানায় টুজি, থ্রি-জি, ফোর-জি এবং ফাইভ-জি মিলিয়ে দুই কোটি ৬১ লাখ মোবাইল হ্যান্ডসেট উৎপাদন হয়েছে।
গতকাল বুধবার ঢাকায় বিটিআরসি মিলনায়তনে স্থানীয়ভাবে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের ১৪টি মোবাইল কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ প্রতিনিধিরা ছিলেন।
মন্ত্রী বলেন, বিটিআরসি আন্তর্জাতিক মানসম্পন্ন মোবাইল তৈরির জন্য গুণগতমান নিশ্চিত করার ক্ষেত্রে কোনও ছাড় দেয়নি। ভবিষ্যতেও দেবে না। আমরা আমেরিকাতেও ফাইভ-জি সেট রফতানি করছি।