ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমা দাবি পরিশোধ করলো সানলাইফ

বিমা দাবি পরিশোধ করলো সানলাইফ

দৈনিক আনন্দবাজারে সংবাদ প্রকাশের পর চেকের মাধ্যমে গ্রাহকের বিমা দাবি পরিশোধ করেছে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। বগুড়ায় সানলাইফের আ’সান বিমা প্রকল্পের ১৯ গ্রাহকের তিন লাখ ৩৩ হাজার টাকা পরিশোধ করে কোম্পানিটি। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রাহক সেলিনা বেগম ও মাঠকর্মী মমতাজ বেগম।

সেলিনা বেগম আনন্দবাজারকে বলেন, সানলাইফ আমাদের সঙ্গে সমঝোতা করেছে। তারা আমাদের চেক বুঝিয়ে দিয়েছে। তবে তাদের একাউন্টে টাকা নেই। তারা আশ্বস্ত করেছেন শিগগিরই একাউন্টে টাকা জমা হবে। যদিও এর আগেও চেকে দেয়া হয়েছিলো কিন্তু চেকের টাকা তুলতে পারিনি। তবে এবার তারা বলেছে আগের যে চেকে ভুল ছিলো তা সংশোধন করে নিয়েছে।

মাঠকর্মী মমতাজ বেগম বলেন, সানলাইফ ইন্সুরেন্স আ’সান প্রকল্পের গ্রাহকদের চেক দিয়েছে। শিগগিরই গ্রাহক চেকের টাকা তুলতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে একাউন্টে কোনো টাকা নেই বলেও জানান তিনি।

এ বিষয়ে সানলাইফের উত্তরের জেলা বগুড়ার আইনজীবী খন্দকার মিজানুর রহমান আনন্দবাজারকে বলেন, আমরা ২০২০ সালে গ্রাহকদের চেক দিয়েছিলাম। কয়েকটি চেকে ভুল থাকায় উনার চেকগুলো গ্রহণ করেননি। পরে আমরা সেগুলো সংশোধন করে আবার তাদেরকে চেক দিয়েছি। কিন্তু তারা সেবারও তা গ্রহণ করেননি। এখন আমরা নতুন করে তাদেরকে চেক দিয়েছি। তারাও চেক গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন