ভোগ্যপণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী। এ অবস্থায় ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি (৫০ কেজি) আটা ও ময়দায় দাম বেড়েছে প্রায় ১০০ টাকা।
আর মণ প্রতি ২০০ টাকা পর্যন্ত গমের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলেন, সাম্প্রতিক সময়ে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বন্দর থেকে পণ্য খালাস করতে দেরি হওয়ায় সংকট দেখা দেয় গমের সরবরাহে। এতে করেই গমের দাম বেড়েছে। আর গমের দাম বাড়ার কারণে বেড়েছে আটা-ময়দার দামও।
গতকাল নিতাইগঞ্জ ঘুরে দেখা গেছে, কানাডা থেকে আমদানি করা উন্নত মানের গম মণপ্রতি ১ হাজার ৩২০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। এক মাস আগেও এই একই গম বিক্রি হয়েছে ১ হাজার ১২০ টাকায়। সেই হিসাবে দেখা যায় গমের দাম মণপ্রতি বেড়েছে ২০০ টাকা।
অন্যদিকে ইউক্রেনের লাল গম বাজারে মণপ্রতি বেচাকেনা হচ্ছে ১ হাজার ১০০ টাকা। যা এক মাস পূর্বেও ৯২০ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে এই লাল গমের দাম মণপ্রতি ১৮০ টাকা বেড়েছে।
বাজারে এই দুই প্রকারের গমের বাইরে ব্রাজিল, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা গমের বেচাকেনা খুবই কম। ব্যবসায়ীরা জানান, বাজারে লাল গমের চাহিদা বেশি থাকার কারনে মিলাররা ইউক্রেন ও কানাডার গম বেশি কিনছেন।
আবার ৫০ কেজি ওজনের ভালো মানের প্রতি বস্তা ময়দা বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকা। যা কিনা ২০ দিন আগেও এই একই মানের ময়দা ক্রয়-বিক্রয় হয়েছিল ১ হাজার ৪০০ টাকা। সে হিসাবে এই প্রকারের ময়দার বস্তায় দাম বেড়েছে ২০০ টাকা। তাছড়াও কিছুটা নিম্নমানের ময়দা বাজারে বেচাকেনা হচ্ছে ১ হাজার ৪৫০ টাকায়, যা কিছুদিন আগেও বেচাকেনা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা দরে।
আনন্দবাজার/ফাহির