দেশের একমাত্র সরকারি জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) গত এক বছরে ৭২ কোটি ২ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। এক বছরে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ৩০ কোটি ৫৫ লাখ টাকা। পাশাপাশি বিএসসির বহরে আরো ছয়টি নতুন জাহাজ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি বাল্ক ক্যারিয়ার, দুটি মাদার ট্যাংকার ও দুটি মাদার প্রডাক্ট অয়েল ট্যাংকার।
সংশ্লিষ্টরা জানান, ২০২০ থেকে ২০২১ অর্থবছরে বিএসসির মোট আয় হয়েছে ৩২২ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে পরিচালনা আয় ২৭৪ কোটি ২৭ লাখ টাকা। অন্যান্য খাতে আয় ৪৮ কোটি ৭০ লাখ টাকা। পরিচালনা ব্যয় ১৬০ কোটি ২২ লাখ টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় ৬৭ কোটি ৫ লাখ টাকা। মোট ব্যয় ২২৭ কোটি ২৭ লাখ টাকা। নিট মুনাফা হয়েছে ৭২ কোটি ২ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে ৩০ কোটি ৫৫ লাখ টাকা বেশি বলে সুত্রে প্রকাশ। এর আগের বছর কর সমন্বয়ের পর নিট মুনাফা ছিল ৪১ কোটি ৪৭ লাখ টাকা। এবার শেয়ারহোল্ডারদের নিট লাভ থেকে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিএসসিরর ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির বলেন, বিএসসিকে বর্তমান অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে। এ বিষয়ে এখনই আমরা দৃঢ় প্রত্যয়ী। সরকারের সক্রিয় সহায়তা ও দিকনির্দেশনায় ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া আমরা শুরু করেছি। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সংখ্যক জাহাজ সংগ্রহ ও সেগুলোর সুষ্ঠু পরিচালনাই আমাদের মুখ্য উদ্দেশ্য। রাষ্ট্রীয় সংস্থা হিসেবে দেশের সব সরকারি সংস্থার আমদানি পণ্য বিএসসির মাধ্যমে পরিবহন করার আহ্বান জানান তিনি।
আনন্দবাজার/এম.আর