ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হারাচ্ছে ব্যাংকগুলো

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হারাচ্ছে ব্যাংকগুলো

পুঁজিবাজারে ব্যাংক খাতের কোম্পানিগুলো দাপটের সঙ্গে ব্যবসা চালিয়েছে। করোনার (কোভিড ১৯) প্রার্দুভাবের মধ্যেও ৯৪ শতাংশ ব্যাংক কোম্পানি তাদের সার্বিক পরিস্থিতি সামাল দিয়ে লাভের দিকে এগিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোর প্রতি বিনিয়োগ বাড়ানোর কথা ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। কিন্তু তাদের বিনিয়োগ নড়বড়ে বলে মনে করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

সূত্রমতে, ২০২০ সাল (জানুয়ারি-সেপ্টেম্বর) তুলনায় ২০২১ সালে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২১) ৯৩ দশমিক ৭৫ শতাংশ ব্যাংক কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়েছে। কোম্পানিগুলোর ২০২১ সালে প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ পেয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩২টি ব্যাংক প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে ২৭টির প্রাতিষ্ঠানিক বিনিয়োগের তথ্য হালনাগাদ করা হয়েছে। সেখানে দেখা গেছে, নভেম্বর তুলনায় ডিসেম্বর মাসে ১৬টি ব্যাংক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ কমেছে। অপরদিকে, ১১টির ব্যাংক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পরিমাণ বেড়েছে। পুঁজিবাজারের ব্যাংকগুলোকে সব সময় ভালো কোম্পানি হিসেবে মূল্যায়ন করা হয়ে থাকে। কারণ এদের মূলধন অন্য কোম্পানিগুলোর তুলনায় বেশি। তাই ব্যাংক কোম্পানিগুলোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমাকে বিনিয়োগকারীরা ভালোভাবে নিচ্ছেন না বলে জানান তারা।

ডিএসইর সূত্রমতে, নভেম্বর তুলনায় ডিসেম্বর মাসে ওয়ান ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৫ দশমিক ৪৭ শতাংশ। এই পরিমাণ কমে ব্যাংকটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হারানোর শীর্ষ হিসেবে বিবেচ্য হয়েছে। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমার মধ্যে রয়েছে সাউথইস্ট ব্যাংক ২ দশমিক ২২ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১ দশমিক ৯৯ শতাংশ, প্রিমিয়ার ব্যাংক ১ দশমিক ৬৩ শতাংশ, এনআরসিসি ব্যাংক ১ দশমিক ২৪ শতাংশ, আইএফআইসি ব্যাংক ১ দশমিক শূন্য ৩ শতাংশ, ব্র্যাক ব্যাংক দশমিক ৭৫ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংক দশমিক ৬১ শতাংশ, এবি ব্যাংক দশমিক ৩৫ শতাংশ, এনসিসি ব্যাংক দশমিক ২৭ শতাংশ, রূপালী ব্যাংক দশমিক ১৮ শতাংশ, আল আরাফাহ ব্যাংক দশমিক ১৬ শতাংশ, ইস্টার্ন ব্যাংক দশমিক ১৩ শতাংশ, ট্রাস্ট ব্যাংক দশমিক ১১ শতাংশ, ঢাকা ব্যাংক দশমিক শূন্য ৫ শতাংশ এবং স্যোসাল ইসলামী ব্যাংক দশমিক শূন্য ৩ শতাংশ।

অপরদিকে, নভেম্বর তুলনায় ডিসেম্বর মাসে উত্তরা ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১ দশমিক ২৩ শতাংশ। এই পরিমাণ বেড়ে ব্যাংকটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো শীর্ষ হিসেবে বিবেচ্য হয়েছে। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ার মধ্যে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক দশমিক ৬৪ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংক দশমিক ২৫ শতাংশ, শাহজালাল ব্যাংক দশমিক ১৪ শতাংশ, সিটি ব্যাংক দশমিক ১৪ শতাংশ, ন্যাশনাল ব্যাংক দশমিক ১১ শতাংশ, পূবালী ব্যাংক দশমিক শূন্য ৮ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দশমিক শূন্য ৬ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংক দশমিক শূন্য ৪ শতাংশ, ইসলামী ব্যাংক দশমিক শূন্য ৩ শতাংশ এবং প্রাইম ব্যাংক দশমিক শূন্য ২ শতাংশ।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন