ঢাকা | বুধবার
১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সবুজ বিপ্লবের কথা বলেছিলেন বঙ্গবন্ধু – কৃষিমন্ত্রী

সবুজ বিপ্লবের কথা বলেছিলেন বঙ্গবন্ধু

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতার আগেই বঙ্গবন্ধু বাংলাদেশে সবুজ বিপ্লবের কথা বলেছিলেন। স্বাধীনতার পর প্রথম সমাবেশে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কৃষির উন্নয়নের কথা বলেছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষিকে গুরুত্ব দিয়ে বিপ্লব ঘটিয়েছেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, আব্দুল মান্নান ও বদিউজ্জামান বাদশার স্মরণে গতকাল শনিবার দুপুরে সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্মরণসভার আয়োজন করে।

কৃষিবিদদের উদ্দেশে তিনি বলেন, জাতির ক্রান্তিলগ্নে আপনাদের দায়িত্ব রয়েছে। কোনো অসম শক্তি এলে আমাদের মোকাবিলা করতে হবে। সেখানে আপনাদের সহযোগিতা চাই।
আগে সব আন্দোলনে কৃষিবিদরা অংশ নিয়েছেন, সামনের সারিতে থেকেছেন। আগামী দিনেও আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি।

প্রয়াত তিন কৃষিবিদের স্মরণে মন্ত্রী বলেন, তারা সংগ্রাম-আন্দোলনের সিঁড়ি পেরিয়ে জাতীয় নেতৃত্বে জায়গা করে নিয়েছেন। দেশ গড়তে তাদের ভূমিকা অনেক। কৃষিবিদদের বঙ্গবন্ধু প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন। কৃষিবিদরা আজ যেভাবে অবদান রাখছেন, এটা জাতীয় পর্যায়ে স্বীকৃত।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, তিন কৃষিবিদের প্রত্যেকের সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। তিনজনই পরিশ্রমী ও স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন। তারা দুর্দিনে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন, সংগঠনকে শক্তিশালী করেছেন।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বঙ্গবন্ধু কৃষিতে জোর দিয়েছিলেন। কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করে গিয়েছিলেন। তার কন্যা শেখ হাসিনাও কৃষি খাতে জোর দিয়েছেন। এ জন্য এই খাতে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন