ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শীতের সুরক্ষায় ঘরেই তৈরি করুন পেট্রোলিয়াম জেলি

শহরে ইতোমধ্যে হানা দিতে শুরু করেছে শীত। গ্রাম অঞ্চলে শীত পড়ে গেলেও ঢাকায় কেবল শীত শীত ভাব পড়তে শুরু করেছে। হাবভাবে বোঝা যাচ্ছে হয়ত কিছুদিনের মধ্যেই শীত তার পুরো শক্তি নিয়ে আঘাত হানবে শহরের এদিক সেদিক।

শীত চলে এলেই দরকার হয় ত্বকের বাড়তি যত্নের। এসময় ত্বকের রুক্ষতা ও শুষ্কতা থেকে বাঁচতে আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি। বিশেষ করে পেট্রোলিয়াম জেলি এর মধ্যে উল্লেখযোগ্য। বাজারে বিদ্যমান বেশিরভাগ পেট্রোলিয়াম জেলিতে রাসায়নিক উপাদান থাকে। যার দীর্ঘদিনের ব্যবহার আমাদের ত্বকের জন্য হতে পারে ক্ষতিকর।

আর এই ক্ষতির হাত থেকে বাঁচতে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে বসেই তৈরী করতে পারেন পেট্রোলিয়াম জেলি। চলুন জেনে নেয়া যাক কীভাবে ঘরে বসেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরী করবেন পেট্রোলিয়াম জেলি।

তৈরী করতে যা যা লাগবে,

১. ২ টেবিল চামচ বিস ওয়াক্স
২. ১/৮ কাপ অলিভ অয়েল
৩. ১/৪ কাপ নারিকেল তেল
৪. টি ট্রি অয়েল কয়েক ফোটা।

তৈরী করার প্রক্রিয়া:

প্রথমে একটি সসপ্যানে পানি নিয়ে তার উপর একটি পাত্র বসিয়ে নিন। পাত্রটিতে নারিকেল তেল এবং বিস ওয়াক্স ঢেলে হালকা আঁচে গরম করুন। নারিকেল তেল ও বিস ওয়াক্স ভালোভাবে মিশে গেলে চুলা থেকে নামিয়ে রাখুন। এরপর সেই মিশ্রনের সাথে অলিভ অয়েল এবং টি ট্রি অয়েল মিশিয়ে নাড়ুন। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রনটি ঠান্ডা করে নিন। মিশ্রনটি ঠান্ডা হলে ক্রিমের মতো দেখতে হবে। আর এই ক্রিমটিই আপনার কাঙ্খিত পেট্রোলিয়াম জেলি।

পেট্রোলিয়াম জেলি সংরক্ষণের জন্য পরিষ্কার কাঁচের কৌটা সবচেয়ে ভালো। ঘরে তৈরী এই জেলিটির মেয়াদ থাকে ৪ থেকে ৫ মাস।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন