ঢাকা | বুধবার
১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সরিষার উফশী জাতে ফলন ভালো

সরিষার উফশী জাতে ফলন ভালো

চলতি মৌসুমে পাবনার আটঘরিয়ায় উচ্চ ফলনশীল জাতের সরিষার ফলন ভালো হয়েছে। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। কমছে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা।

সরেজমিন দেখা যায়, চলতি মৌসুমে দেবোত্তর, একদন্ত, লক্ষ্মীপুর, চাঁদভা, মাজপাড়া ও আটঘরিয়া পৌর এলাকায় ২৫৬০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল সরিষার চাষ হয়েছে। গেল বছর সরিষা আবাদ হয়েছিল ২৫২০ হেক্টর জমিতে। তবে এ মৌসুমে ৪০ হেক্টর জমিতে সরিষার বেশি আবাদ হয়েছে। হলুদ ফুলে ভরে আছে সরিষাক্ষেত।

নাগদগ গ্রামের ইদ্রিস আলী, আসাদুজ্জামান ও সিরাজসহ আরো কয়েকজন চাষি জানান, চলতি মৌসুমে ২ থেকে ৩ বিঘা করে জমিতে সরিষার আবাদ করেছেন। বিঘা প্রতি প্রায় ৭ মণহারে ফলন পাওয়া যায়। এবার মৌসুমের শুরুতেই সরিষার ভালো ফলন হয়েছে। তারা আরো জানান, এ এলাকার কেউ জমিচাষ করে সরিষা বপণ করেন। আবার কেউ কেউ বিনাচাষে পতিত জমিতে বীজ ছিটিয়ে সরিষা আবাদ করেন। চাষি আরিফ সরদার জানান, বিল থেকে বর্ষার পানি নেমে যাওয়ার পর কৃষকরা সে জমিতে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন। বিঘাপ্রতি ৭ মণ হারে ফলন পাওয়া যাচ্ছে। ১৫ থেকে ২০ বছর যাবত এভাবে সরিষা চাষ করে কৃষক উপকৃত হচ্ছেন।

আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব আল মারুফ জানান, চলতি বছর কৃষকেরা বারী-১৪, ১৭, বিনা-১০, টরি-৭ জাতের সরিষা আবাদ করছেন। সরিষার খুবই ভালো ফলন হয়েছে। তবে হেক্টর প্রতি গড় ফলন পাওয়া যায় ১.২ (এক দশমিক দুই) টন। আশা করা হচ্ছে কৃষকেরা এবার ভাল ফলন পাবে।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন