বাজারে নতুন মডেলের ফাইভ-জি ফ্লাগশিপ ফোন নিয়ে এলো স্যামসাং। মডেল গ্যালাক্সি এস২১এফই এই ফোনটি স্লিম ডিজাইনে তৈরি করা হয়েছে। এতে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম। সাথে আছে কোম্পানির ওয়ানইউআই ৪ লেয়ার।
ফোনটিতে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলিড ডিসপ্লে দেয়া হয়েছে।
এছাড়া ফোনটিতে আছে ৫ এনএম এক্সিনোস ২১০০ চিপসেট। এর সাথে থাকছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
ডিভাইসটিতে দেয়া হয়েছে তিনটি রিয়ার ক্যামেরা। ১২ মেগাপিক্সেলের সেন্সর প্রাইমারি ক্যামেরায় রয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও একটি ৮ মেগাপিক্সেলের টেলি-ফটো সেন্সর। এছাড়া সেলফি তোলার জন্য রয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
আনন্দবাজার/ টি এস পি