বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-এর ৫০তম বার্ষিকী ভার্চুয়ালি উদযাপন করেছে।
বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের মিশন প্রধান মাহবুব হাসান সালেহ্ বলেন, বাংলার মাটি ও গণমানুষের নেতা শেখ মুজিবুর রহমান কালক্রমে হয়ে উঠেছিলেন বাঙালি ‘জাতির পিতা’ এবং ‘বঙ্গবন্ধু’।
রাষ্ট্রদূত বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বঙ্গবন্ধুর শান্তিপূর্ণ ও অহিংস নীতি ও দর্শনকে লালন করে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও উজ্জ্বল ভূমিকা রেখে চলেছে।
বেলজিয়াম এবং লুক্সেমবার্গে বসবাসরত বাংলাদেশ কম্যুনিটির সদস্যগণ আলোচনায় অংশ নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণা করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালি জাতি মুক্তির প্রকৃত স্বাদ পেয়েছিল।
এছাড়াও, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে প্রাক্তন ভারতীয় কূটনীতিক শশাঙ্ক এস. বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও লেখক সৈয়দ বদরুল আহসান- এর সঙ্গে রাষ্ট্রদূত সালেহ্-র পৃথক দু’টি ইংরেজি কথোপকথন দূতাবাসের ফেসবুক পেইজে আপলোড করা হয়।
শশাঙ্ক এস. বন্দ্যোপাধ্যায় ১৯৬২ সাল থেকে (ঢাকায় কর্মরত থাকাকালীন) বঙ্গবন্ধুর সাথে তাঁর পরিচয় ও হৃদ্যতা এবং ১৯৭২ সালের ৯-১০ জানুয়ারিতে লন্ডন-দিল্লী হয়ে ঢাকা পর্যন্ত বঙ্গবন্ধুর সঙ্গে ঐতিহাসিক বিমান ভ্রমণের অভিজ্ঞতা ও স্মৃতি বর্ণনা করেন।
সৈয়দ বদরুল আহসান তাঁর আলোচনায় ১৯৭২ সালের ১০ জানুয়ারি বিমানবন্দর হতে রেসকোর্স ময়দান (বর্তমান সোহয়াওয়ার্দী উদ্যান) পর্যন্ত বঙ্গবন্ধুকে বহনকারী খোলা ট্রাকে ভ্রমণের ঐতিহাসিক সেই মাহেন্দ্রক্ষণের আবেগময় উদযাপন বর্ণনা করেন।
আনন্দবাজার/ টি এস পি