বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে ১১৬ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। তবে লেনদেন ১১৬ কোটি ২৮ লাখ টাকা বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট ইতিবাচক ছিল।

এরমধ্যে দর বেড়েছে ৫২ শতাংশ কোম্পানির। কমেছে ৩৮ শতাংশের। লেনদেনের শুরুতেই ডিএসইএক্স সূচকের উত্থান হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক কিছুটা নেমে গেলেও বেলা সাড়ে ১২টার পর থেকে সূচক ইতিবাচক হতে থাকে। শেষ পর্যন্ত ২৮ পয়েন্ট ইতিবাচক থাকে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ৬১ শতাংশ বেড়ে চার হাজার ৭২২ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইএস বা শরিয়াহ্ সূচক এক দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমে এক হাজার ৭৫ দশমিক ২৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক এক দশমিক শূন্য পাঁচ শতাংশ বা দশমিক শূন্য ছয় শতাংশ কমে এক হাজার ৬৩৪ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করে।

গতকাল ডিএসইর বাজার মূলধন ৮৮৬ কোটি ১১ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৫৫ হাজার ১৭৯ কোটি টাকায়। ডিএসইতে লেনদেন হয় ৫৬০ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি শূন্য সাত লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন বেড়েছে ১১৬ কোটি ২৮ লাখ টাকা। এদিন ২২ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার ৪৯৪ শেয়ার এক লাখ ৫৩ হাজার ১০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দর।

আরও পড়ুনঃ  বেড়েছে সূচক কমেছে লেনদেন

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ন্যাশনাল টিউবস। কোম্পানিটির ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর কমেছে চার টাকা ৪০ পয়সা।

আনন্দবাজার/ইউএসএস

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন