ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৯% সুদহারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মুনাফায় টান পড়বে

ব্যাংক সুদহার ৯ শতাংশে নামিয়ে আনার নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নির্দেশনাটি পরিপালন করছে। যদিও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো এখনো তা মানছে না। ফলে বাজারে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে ৯ শতাংশ সুদহারের নির্দেশনা পালন করতে গিয়ে নিজেদের মুনাফায় টান পড়তে পারে বলে অর্থমন্ত্রীকে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। সূত্র: বণিক বার্তা

গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেখানে অর্থমন্ত্রীকে এ কথা জানান রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান ও এমডিরা।

বৈঠক সূত্রে জানা গেছে, সুদহার এক অংকে নামিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে বেসরকারি ব্যাংকগুলো নির্দেশনা না মানায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

অর্থমন্ত্রী বলেছেন, বিষয়টি নিয়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে পরবর্তী সময়ে বৈঠক করা হবে। সেখানে তাদের মতামত নেয়া হবে। তারপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তবে সুদহার এক অংকে নামিয়ে আনার কোনো বিকল্প নেই।

বৈঠকে অংশগ্রহণকারী একাধিক ব্যাংকের চেয়ারম্যান ও এমডি জানান, খেলাপি ঋণ কমিয়ে আনা ও ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনার সিদ্ধান্ত পর্যালোচনা করতেই বৈঠক ডাকা হয়েছিল। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো অনেক আগেই সুদহার এক অংকে নামিয়ে এনেছে। কিন্তু বেসরকারি ব্যাংকগুলো সেটি করেনি। এজন্য কীভাবে বেসরকারি ব্যাংকগুলোর ঋণের সুদহারও কমিয়ে আনা যায়, সে বিষয়ে পর্যালোচনা হয়েছে।

অর্থমন্ত্রী বলেছেন, বেসরকারি ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত তারল্য না থাকায় উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। এজন্য বড় গ্রুপগুলো এখন ঋণের জন্য সরকারি ব্যাংকমুখী। কোনো বড় গ্রুপ যদি সব ঋণ সরকারি ব্যাংকগুলোতে স্থানান্তর করতে চায়, সেক্ষেত্রে সহযোগিতা করার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন