ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন ঘনিয়ে আসছে। আগামী ২৮ জানুয়ারি ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে মিশা সওদাগর এবং জায়েদ খানদের প্যানেলের বিপরীতে লড়বেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি সভাপতি পদে নির্বাচন করবেন। এছাড়া এই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়বেন অভিনেত্রী নিপুণ আক্তার।

এই চিত্রনায়িকা যে এবার শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের সাথে টক্কর দেবেন, সেটি গত বছরের মাঝামাঝিই জানিয়েছিলেন। সে সময় তার প্যানেল থেকে সভাপতি পদে নায়ক শাকিব খানের নাম শোনা গিয়েছিল। তবে পরে খবরটিকে ভুয়া বলে উড়িয়ে দেন শাকিব। তিনি সাফ জানিয়ে দেন, নির্বাচন করার সময় তার হাতে নেই।

এবার সেই পদে লড়তে চলেছেন ইলিয়াস কাঞ্চন। এ কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নায়ক নিজেই।

এ ব্যাপারে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি সভাপতি পদে নির্বাচন করছি। সবাই আমাকে ধরলেন, ‘না’ করতে পারলাম না। চেষ্টা করে দেখি, এখানকার মানুষদের জন্য কিছু করা যায় কি না। যে জায়গা থেকে আমি ইলিয়াস কাঞ্চন হয়েছি, নির্বাচিত হয়ে সেই জায়গার মানুষদের জন্য কিছু একটা করতে পারলে নিজের কাছেই ভালো লাগবে।

এর আগে ১৯৮৯ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সে সময় সভাপতি ছিলেন আহমেদ শরীফ।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন