ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাবা-মা হলেন তিশা-ফারুকী

কন্যা সন্তানের মা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গতকাল বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

মেয়েকে নিয়ে একটি ছবি পোস্ট করে তিশা জানান, বুধবার রাত ৮টা ২৭ মিনিটে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। তার মেয়ের নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।

ফেসবুকে ফারুকী লিখেন, ভেবেছিলাম আমরা আবেগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখব! কিন্তু ওকে দেখে কোলে তুলে নিলাম, কী হলো আমরা জানি না। চোখের পানি গড়িয়ে পড়ল। কৃতজ্ঞতা এবং ভালোবাসার অশ্রু! ভদ্র মহোদয়গণ, আমাদের পরী ইলহাম নুসরাত ফারুকী সবাইকে হাই বলছে! তাকে এবং মাকে আপনার প্রার্থনায় রাখুন…।

২০১০ সালে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন