লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। লেনদেন বাড়ার পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জেই বেড়েছে প্রধান মূল্য সূচক। লেনদেন বাড়ার ধারাবাহিকতায় প্রায় দুই মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঁচশ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে।
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট থেকে বেড়ে ৪ হাজার ৭২২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৫ ও ১৬৩৪ পয়েন্টে।
ডিএসইতে সর্বমোট লেনদেন হয়েছে ৫৬০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ এদিন আগের কার্যদিবস থেকে ১১৬ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে ৪৪৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৮৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ১৩৩টি প্রতিষ্ঠানের দর কমেছে এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট থেকে বেড়ে ১৪ হাজার ৩১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে হওয়া লেনদেনে ১৪৯টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে ৮৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের। সিএসইতে সর্বমোট ২০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা আগের কার্যদিবসের চেয়ে ৭ কোটি টাকা বেশি।
আনন্দবাজার/ডব্লিউ এস