ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হাজার কোটি ছাড়ালো লেনদেন

হাজার কোটি ছাড়ালো লেনদেন

পুজিবাজার

  • লেনদেনে সুবাতাস সূচকে উত্থান
  • ৬০ শতাংশ প্রতিষ্ঠানের দরে উত্থান
  • ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
  • সিএসইতে শীর্ষে শিপিং কর্পোরেশন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক চলতি বছরের (২০২২ সাল) প্রথম কার্যদিবস মতো তৃতীয় দিনেও উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই স্টকে বেড়েছে ৬০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৩১৪ কোটি ১৪ লাখ টাকা। গতকাল সোমবার স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

দুই পুঁজিবাজারে সব ধরনের সূচক বেড়েছে। এদিন শেয়ার কেনার চাপ বেশি ছিল। তাই এদিন দুই স্টকের ৫৯ দশমিক ৮৩ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এর মধ্যে ডিএসইর ৫৭ দশমিক ৫৬ শতাংশ এবং সিএসইর ৬২ দশমিক ১০ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর উত্থান হয়। দুই স্টকের ৩২ দশমিক ৫৪ শতাংশ কোম্পানির শেয়ার দর পতনে হয়েছে। এর মধ্যে ডিএসইর ৩৫ দশমিক শূন্য ১ শতাংশ এবং সিএসইর ৩০ দশমিক শূন্য ৬ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর এই ধরনের বাড়া-কমাকে স্বাভাবিক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা।

এদিন ডিএসইতে সেবা আবাসন খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এই স্টকের বস্ত্র, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড, ওযুধ রসায়ন, খাদ্য আনুষঙ্গিক, জ্বালানি শক্তি, আইটি, সিমেন্ট এবং সিরামিক খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এদের মধ্যে বস্ত্র খাতের ৫৮টির মধ্যে ৪৬টি, ইঞ্জিনিয়ারিং খাতের ৪২টির মধ্যে ২৬টি, মিউচুয়াল ফান্ড খাতের ৩৭টির মধ্যে ৩২টি, ওযুধ রসায়ন খাতের ৩২টির মধ্যে ২১টি, খাদ্য আনুষঙ্গিক খাতের ২০টির মধ্যে ১১টি, জ্বালানি শক্তি খাতের ২৩টির মধ্যে ১৮টি, আইটি খাতের ১১টির মধ্যে ৯টি, সিমেন্ট খাতের ৭টির মধ্যে ৫টি এবং সিরামিক খাতের ৫টির মধ্যে ৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর উত্থান হয়েছে।

ডিএসইতে ব্যাংক, নন ব্যাংকিং, বীমা, বিবিধ, পাট, পেপার এবং টেলিকমিউনিকেশন খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এদের মধ্যে ব্যাংক খাতের ৩২টির মধ্যে ১৯টি, নন ব্যাংকিং খাতের ২৩টির মধ্যে ১৩টি, বীমা খাতের ৫২টির মধ্যে ২৮টি, বিবিধ খাতের ১৪টির মধ্যে ৮টি, পাট খাতের ৩টির মধ্যে ২টি, পেপার খাতের ৬টির মধ্যে ৪টি এবং টেলিকমিউনিকেশন খাতের ৩টির মধ্যে ২টি প্রতিষ্ঠানের শেয়ার দর পতন হয়েছে। বছরের শুরুর প্রথম দুই কার্যদিবস মধ্যে প্রথমদিন রবিবার দুই স্টকের ৭৮ দশমিক ৩৯ শতাংশ এবং দ্বিতীয়দিন সোমবার ৫৯ দশমিক ৮৩ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে।

বছরের শুরু থেকেই পুঁজিবাজারের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি, সূচক উত্থানসহ লেনদেন হাজার কোটি টাকার ছাড়িয়ে যাওয়াকে কেন্দ্র করে এক ধরনের ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। যা বিনিয়োগকারীদের পুঁজিবাজার প্রতি বিনিয়োগে আগ্রহ আরো বাড়িয়ে দিবে বলেও মনে করছেন বিজ্ঞ বিনিয়োগকারীরা।

দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩১৪ কোটি ১৪ লাখ টাকা। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ৮৯৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১৭টির, কমেছে ১৩২টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফরচুন সুজ, পাওয়ার গ্রীড, দ্য পেনিনসুলা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক, জেনেক্স ইনফোসিস। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৮২ দশমিক ৩০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৪৭ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৫৭৬ দশমিক ১১ পয়েন্টে ও ১ হাজার ৪৫১ দশমিক ৩৯ পয়েন্টে।

অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকা। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৯০টির, কমেছে ৯২টির এবং পরিবর্তন হয়নি ২৪টির। টাকার অংকে সিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক, রিং সাইন, বেক্সিমকো, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার, লংকাবাংলা ফাইন্যান্স, পাওয়ার গ্রিড, জিবিবি পাওয়ার।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০২ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১৫৭ দশমিক ১১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৫৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৬ দশমিক শূন্য ৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৫৮ দশমিক ৪৫ পয়েন্ট ও সিএসআই সূচক ৭ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫০৪ দশমিক ৭৯ পয়েন্টে, ১৪ হাজার ৮৫ দশমিক ৭৯ পয়েন্টে, ১২ হাজার ১০৫ দশমিক ৭৪ পয়েন্টে ও ১ হাজার ২৪৩ দশমিক ৮১ পয়েন্টে।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন