ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলি বন্দরে ৬ মাসে আয় ১৮৯ কোটি টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২১-২২ অর্থ বছরের ৬ মাসে ১৮৯ কোটি ২০ লাখ টাকার রাজস্ব আয় করেছে কাস্টমস কর্তৃপক্ষ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২১-২২ অর্থ বছরের ৬ মাসে ১৮৯ কোটি ২০ লাখ টাকার রাজস্ব আয় করেছে কাস্টমস কর্তৃপক্ষ। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নূরুল আলম খান জানান, ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ২২৭ কোটি ৮২ লাখ টাকা। তবে এর বিপরীতে প্রথম ৬ মাসে আদায় হয়েছে ১৮৯ কোটি ২০ লাখ টাকা। আশা করছি নতুন বছরে রাজস্ব আয় আরও বাড়বে।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরের জুলাই মাসে হিলি কাস্টমসে রাজস্ব আদায় হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা। আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকা। সেপ্টেম্বরে রাজস্ব আদায় হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকা। অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছে ৩৪ কোটি ৩১ লাখ টাকা।

নভেম্বরে রাজস্ব আদায় হয়েছে ৩২ কোটি ৫৪ লাখ টাকা। ডিসেম্বর মাসে রাজস্ব আদায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা । গত ২০২০-২১ অর্থ বছরে হিলি কাস্টমসের রাজস্ব আদায় ছিলো ৩৯৯ কোটি টাকা।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন