ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে করোনায় সাত দিনে সংক্রমণ বেড়েছে ৪৩১ শতাংশ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আসার পর ভারত ফের মহামারীর কেন্দ্রস্থল হয়ে উঠেছে। দিল্লি ও মহারাষ্ট্রে ওমক্রিন সংক্রমণ সবচেয়ে বেশি।

এ ব্যাপারে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, গত ২ দিনে করোনায় আক্রান্তদের মধ্যে ৮৪ শতাংশের দেহেই ওমিক্রন শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, আজ দিল্লিতে ৪ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫ শতাংশ। বর্তমানে ২০২ জন করোনা রোগী দিল্লির হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভারতে গত সাত দিনে ৪৩০.৮৩ শতাংশ বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ। গত ২৮ ডিসেম্বরের পর থেকেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে। গত ২৮ ডিসেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮ জন। এর সাত দিন পর আজ ৩ জানুয়ারি দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় পৌঁছেছে ৩৩ হাজার ৭৫০।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সোমবার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৩ হাজার ৭৫০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এসময় ভারতে মৃত্যু হয়েছে ১২৩ জনের। সংক্রমণের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৮৭৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে একদিনে মোট ৬ হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছেন।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন