ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পণ্য রফতানিতে প্রবৃদ্ধি ৪৮ ভাগ

বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে বাংলাদেশ থেকে ৪৯০ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। তাতে আগের বছর ২০২০ সালের ডিসেম্বরের তুলনায় পন্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪৮ শতাংশ।

আগের মাসে প্রবৃদ্ধি ৩১.২৬ ভাগ

বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে বাংলাদেশ থেকে ৪৯০ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। তাতে আগের বছর ২০২০ সালের ডিসেম্বরের তুলনায় পন্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪৮ শতাংশ।

তথ্যমতে, সামগ্রিকভাবে চলতি ২০২১–২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) ২ হাজার ৪৭০ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এ আয় ২০২০–২১ অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি।

বিদায়ী বছরের নভেম্বরে রফতানি বাণিজ্য থেকে ৪.০৪ বিলিয়ন ডলার আয় করে বাংলাদেশ। বছরওয়ারি হিসাবে যা আগের বছর ২০২০ সালের নভেম্বরের চেয়ে ৩১.২৬ শতাংশ প্রবৃদ্ধির ঘটনা। প্রবৃদ্ধি বেড়ে যাওয়ার পেছনে পোশাক খাতের অবদান বেশি ছিল। নভেম্বরে ফ্রোজেন ও জ্যান্ত মাছ, কৃষি পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য রফতানিতেও মাঝারি ধরনের প্রবৃদ্ধি হয়েছে।

বিদায়ী বছরের অক্টোবরের তুলনায় পরের মাস নভেম্বরে রফতানি আয় ৬৮ কোটি ৬০ লাখ ডলার কমেছে। গেল মাসে প্রকৌশল পণ্য রফতানিতে ঋণাত্মক ১৮.০৯ শতাংশ প্রবৃদ্ধি হয়। বিদায়ী বছরের ২ ডিসেম্বর রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রাথমিক তথ্যসূত্রে এসব বিষয় জানা গিয়েছিল।

ইপিবির তথ্যানুসারে, নভেম্বরে দেশের রফতানি আয় কমে হয়েছে ৩৫৭ কোটি ডলার। এরমধ্যে ৩২৩ কোটি ডলারই এসেছে তৈরি পোশাক খাত থেকে। এছাড়া, ২০২০-২১ অর্থবছরের চেয়ে চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে এ খাতে ২২.৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন