ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আগাম টমেটোয় লাভ বেশি

আগাম টমেটোয় লাভ বেশি

শ্রীনগরে আগাম টমেটো চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষক। কৃষকের উৎপাদিত প্রতিকেজি টমেটো পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা দরে। স্থানীয় হাটবাজারে এসব টমেটো খুচরা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা করে। উপজেলার আড়িয়াল বিল এলাকায় শতশত ভিটায় শীতকালীন নানা সবজি চাষের পাশাপাশি অনেকেই আগাম টমেটোর চাষ করেছেন। এরই মধ্যে ভিটায় চাষ করা টমেটো বিক্রি করে লাভের মুখ দেখছেন অনেক চাষি। এছাড়াও উজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু টমেটোর বাগান দেখা গেছে। হাইটম, দিপারী ও বাহুবালী হাইব্রিড জাতের টমেটোর চাষ বেশি হচ্ছে।

সরেজমিন দেখা যায়, আড়িয়াল বিলের শ্রীনগর অংশে শ্রীধরপুর, বাড়ৈখালী ও উপজেলার কুকুটিয়া এলাকার বেশকয়েকটি জমিতে টমেটোর চাষাবাদ করেছেন কৃষক। গাছে থোকায় থোকায় দেখা মিলছে অসংখ্য টমেটোর। পরিপক্ক গোলাকৃতির এসব টমেটো স্থানীয় হাটাবাজারে বিক্রি হচ্ছে। শ্রীধরপুর এলাকার সবজি চাষি মহিউদ্দিন ও জহির প্রায় ৭০ শতাংশ জমিতে আগাম টমেটোর চাষ করছেন। বাড়ৈখালী, চুড়াইন, আলমপুর, শেখরনগর, নিমতলী বাজারে পাইকারি দরে উৎপাদিত টমেটো বিক্রি করছেন।

একই এলাকার কৃষক গাজী আব্দুল মান্নান, বিশ্বনাথ মন্ডল, রতন মন্ডল বলেন, আগাম টমেটোর বাজার ভালো। তাই টমেটো চাষে আগ্রহ বাড়ছে। কুকুটিয়া এলাকার পাঁচলদিয়া গ্রামের কৃষক মোয়াজ্জেম হোসেন জানান, গত মৌসুমে প্রায় ৬০০ মণ টমেটো পাইকারি বিক্রি করেছিলেন। চলতি বছরও তিনি পৃথকভাবে প্রায় ৬০ শতাংশ জমিতে টমেটোর চাষ করেছেন।

একই এলাকার মুসলিমপাড়ার সাইফুল, বিবন্দীর মোস্তফা, নিজামসহ অনেকেই জানান, গত বছর টমেটোর বাজার মন্দা থাকায় তারা লাভবান হতে পারেননি। এবারও টমেটো চাষে লাভের স্বপ্ন দেখছেন। আগামী কয়েকদিনের মধ্যেই বাগানের টমেটো সবজির পাইকারদের কাছে বিক্রি শুরু করবেন তারা।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন