ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউনিক হোটেলের নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত সোমবার সম্পন্ন হয়েছে। সভায় ২০২০-২০২১ (জুলাই থেকে জুন) সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পূর্ব ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ (সাধারণ বিনিয়োগকারীদের জন্য) অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা। ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এজিএমে এ অনুমোদন দেয়া হয়েছে। সভাপতিত্ব করেন কোম্পানিটির চেয়ারম্যান মিসেস সেলিনা আলী।

সভায় বিনিয়োগকারীদের জন্য (শেয়ারহোল্ডার) নগদ লভ্যাংশ অনুমোদন ছাড়াও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক ও নিরীক্ষক প্রতিবেদন, নিরীক্ষক নিয়োগ, নিরীক্ষক পারিশ্রমিক নির্ধারন, পরিচালক নির্বাচন, স্বতন্ত্র পরিচালক নির্বাচন এজেন্ডা অনুমোদন হয়েছে। এজিএমে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূর আলী কোম্পানীর বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শেয়ারহোল্ডার ছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান উদ্দিন, স্বতন্ত্র পরিচালক এন কে এ মবিন, মোহাম্মদ আহসান উল্লাহ, মনোনীত পরিচালক আরটি এন গোলাম মোস্তফা, মো. সাইফুল ইসলাম, মো. খালেদ নূর, গাজী মো. সাখাওয়াত হোসেন, গোলাম সরোয়ার, কোম্পানী সচিব মো. শরীফ হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ড. খন্দকার শওকত হোসেন, মহাব্যবস্থাপক হিসাব ও অর্থ মোহাম্মদ আবু নাসের, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের মোসাব্বিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন