সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্য সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে দরপতনের পরের কার্যদিবসেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখীতার দেখা মিলল।
মূল্য সূচক ঊত্থানের সাথেসাথে এ দিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৫টির। আর ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
আনন্দবাজার/এফআইবি