ঢাকা | বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে অবৈধ বালু উত্তোলন হুমকিতে ফসলি জমি-ঘরবাড়ি

বেতাগীতে অবৈধ বালু উত্তোলন হুমকিতে ফসলি জমি-ঘরবাড়ি

বরগুনার বেতাগী উপজেলার নয়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি অবাধে এ বালু উত্তোলন করছেন। এতে বাঁধ, ফসলি জমি এবং ঘরবাড়ি হুমকিতে পড়েছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে দেখা যায়, বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিসাবাজারের দক্ষিণ পাশে নয়াখালের তীরবর্তী সুইজগেটের পশ্চিম দিকে ড্রেজার ও শ্যালো মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন চলছে। খালের তীরে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। বালু উত্তোলনের কারণে বিভিন্ন স্থানে ধসের পাশাপাশি বন্যার বাঁধ ধসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ অঞ্চলটি নিচু হওয়ার কারণে প্রতিবছর বন্যা এবং জলোচ্ছাসের কারণে অনেক ফসল নষ্ট হয়।

স্থানীয়রা জানান, প্রভাবশালী বালু ব্যবসায়ীরা এলাকার ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে গ্রামীণসড়কগুলো ধসে চলাচলের অযোগ্য হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আবার বালু তোলার কারণে খালের তীরবর্তী ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়েছে। এভাবে চলতে থাকলে আগামী দু’তিন বছরের মধ্যে খালের পাশের ফসলি জমি, ভিটে ও বাড়িঘর ধসে নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

এ বিষয়ে হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিসার প্রবাস চন্দ্র হাওলাদার বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বেতাগী উপজেলা নির্বাহি অফিসার সুহৃদ সালেহীন বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের বিষয়ে অভিযোগ পেয়েছি। তাদেরকে বালু উত্তোলন করতে বারণ করা হয়েছে। এখন একটি মিটিং এ আছি। এ ব্যপারে খুব শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন