ঢাকা | শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দামে খুশি লাউ চাষিরা

শীতের সবজি আগাম লাউয়ের ভালো ফলনে খুশি ময়মনসিংহের নান্দাইলের লাউ চাষিরা। মাচায় সারি সারি লাউয়ে চাষিদের মনে আনন্দ বইছে। পাশাপাশি আগাম লাউ চাষের পর বিক্রি করে অর্থনৈতিক সংকট কাটিয়ে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। তবে দুই সপ্তাহ যাবৎ লাউয়ের বাজার কিছুটা কম। তারপরও ফলন ভালো হওয়ায় আগাম লাউ চাষের ফলে প্রথম দিকে লাউয়ের ভালো দাম পেয়ে কৃষকরা তাদের ক্ষতি অনেকটা পুষিয়ে নিয়েছেন। সবমিলিয়ে তারা খুশি লাউয়ের বাজার ও ফলন নিয়ে।

নান্দাইলে প্রত্যন্ত এলাকার গ্রামগঞ্জে লাউয়ের চাষ করে ব্যাপক লাভবান হচ্ছে কৃষকেরা। মাচায়-মাচায় ঝুলছে নানা রঙের লাউ। অল্প জমিতে অধিকহারে লাউয়ের চাষ করতে পেরে খুশি চাষিরাও। কৃষক নজরুল ইসলামের বাড়ি নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের পূর্বশিবনগর গ্রামের প্রত্যন্ত এলাকায় হলেও লাউ চাষ করে দূর করেছেন পরিবারের অভাব।

তিনি জানান, এ মৌসুমে জমিতে লাউয়ের চাষ করে প্রথমবার গাছ থেকে তুলেছেন প্রায় ৪০০টি লাউ। প্রথমদিকে বাজারে তা বিক্রি করেছেন প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায়, পরে বাজারে শীতকালীন আরও সবজি ধীরে ধীরে উঠতে শুরু করলে প্রতি পিস লাউয়ের দাম ২৫ থেকে ৩০ টাকায় নেমে আসে। নান্দাইল পৌরসভা বাজারের সবজি বিক্রেতা তবারক হোসেন বলেন, নান্দাইলে বিষমুক্ত লাউ চাষ হয়। তাই এখানকার লাউয়ের চাহিদা অনেক বেশি। লাউ কিনে বাজারে বিক্রি করে আমাদেরও ভালোই লাভ হয়।

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আনিসুজ্জামান জানান, নান্দাইলে মাটি লাউ, শিম, বাঁধাকপিসহ বেশ কিছু সবজি চাষের জন্য উপযোগি। লাউ একটি প্রিয় সবজি। বছরের সব সময়ে লাউয়ের চাষ করা যায়। উপজেলার প্রায় ১১শ’ হেক্টর জমিতে লাউসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করা হয়েছে। আমরা কৃষকদের সবজি চাষের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছি। এটি চলমান প্রক্রিয়া। চলতি বছর লাউ, বাঁধাকপি ও শিমের ভালো ফলন হয়েছে। এতে কৃষকরা খুশি। তারা উপযুক্ত দাম পাচ্ছেন বলে আরও জানান তিনি।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন