বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মাস তিনেক দেখে, বুঝেশুনে তিনি টিম ম্যানেজমেন্টের সব পাকাপোক্ত করবেন। তবে বাংলাদেশের কোচিং প্যানেল নিয়ে নানা কৌতুহল ক্রিকেট পাড়ায়। এরই মধ্যে কিছু নামও ছড়িয়ে পড়েছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে ভারতের সাবেক ওপেনার ওকেরি রমন, ইংল্যান্ডের জেমস ফস্টারের নাম।
তবে ভেতরের খবর হচ্ছে, এদের কারো সাথেই বিসিবির যোগাযোগই হয়নি। এ তথ্য জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শীর্ষ পরিচালক।
তবে অন্য একজনের সঙ্গে বিসিবির কথাবার্তা প্রায় পাকা বলে জানা গেছে। খুব শিগগিরই হয়তো তাকে বাংলাদেশের ক্রিকেটে দেখা যাবে। তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স।
সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, এ অস্ট্রেলিয়ান আবার বাংলাদেশের ক্রিকেটে সম্পৃক্ত হতে যাচ্ছেন। ২০২২ সালের ফেব্রুয়ারির একদম শুরু থেকেই দায়িত্ব পালন করবেন এ অস্ট্রেলিয়ান।
নির্ভরযোগ্য সূত্র আরও নিশ্চিত করেছে, সিডন্সের সঙ্গে বিসিবির কথাবার্তা চূড়ান্ত। চুক্তিও হয়ে গেছে। তবে এবার হেড কোচ নয় বরং ব্যাটিং কোচ হিসেবে আসছেন তিনি।
এর আগে তিন বছর বাংলাদেশের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন জেমি সিডন্স। ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান। এরপর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
আনন্দবাজার/ টি এস পি