ঢাকা | বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ার দর কমেছে ৭১ শতাংশ প্রতিষ্ঠানের

  • সব ধরনের সূচনে পতন
  • ডিএসইতে লেনদেন ৭৮৬ কোটি ২১ লাখ টাকা
  • সিএসইতে লেনদেন ৫৫ কোটি ৪ লাখ টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক গতকাল রবিবার পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের ৭০ দশমিক ৯৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইর বেড়েছে। গতকাল রবিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূচক রবিবার কমেছে জানিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, দুই স্টকের সব ধরনের সূচক পতন ছিল। এদিন শেয়ার কেনার চেয়ে বিক্রয়ের চাপ বেশি ছিল। এ কারনে উভয় স্টকে সব ধরনের সূচক পতন হয়। পাশাপাশি দরপতন হয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এদিনের পতন বিষয়টি ভাবিয়ে তুলেছে বিনিয়োগকারীদের।

তারা বলছেন, রবিবার ডিএসইর ৭০ দশমিক ৩৭ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন ছিল। এদিন আর্থিক, ইঞ্জিনিয়ারিং, বস্ত্র, মিউচুয়াল ফান্ড, বিবিধ, জ্বালানি, খাদ্য আনুষঙ্গিক, ওযুধ রসায়ন, আইটি, সিমেন্ট, সিরামিক, চামড়া প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর পতন সবচেয়ে বেশি ছিল। এদের মধ্যে ব্যাংক খাতের ৩২টির মধ্যে ২৮টি, নন ব্যাংকিং আর্থিক খাতের ২৩টির মধ্যে ২০টি, ইঞ্জিনিয়ারিং খাতের ৪২টির মধ্যে ৩৩টি, বস্ত্র খাতের ৫৮টির মধ্যে ৪৫টি, মিউচুয়াল ফান্ড খাতের ৩৭টির মধ্যে ২২টি, ওযুধ রসায়ন খাতের ৩২টির মধ্যে ২৩টি, বিবিধ খাতের ১৪টির মধ্যে ৯টি, জ্বালানি খাতের ২৩টির মধ্যে ২১টি, খাদ্য আনুষঙ্গিক খাতের ২০টির মধ্যে ১৬টি, আইটি খাতের ১১টির মধ্যে ৯টি, সিমেন্ট খাতের ৭টির মধ্যে ৬টি, সিরামিক খাতের ৫টির মধ্যে ৪টি এবং চামড়া খাতের ৬টির মধ্যে ৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর পতন সবচেয়ে বেশি ছিল।

তবে এদিন সেবা আবাসন ও টেলিকমিউনিকেশন খাতের সবগুলো প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। এছাড়া এদিন বীমা ও পেপার খাতের প্রতিষ্ঠানের শেয়ার দর উত্থান বেশি ছিল। এদের মধ্যে বীমা খাতের ৫২টির মধ্যে ৪৫টি ও পেপার খাতের ৬টির মধ্যে ৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর উত্থান ছিল।

ডিএসইর সূত্রে জানা যায়, ডিএসইতে গতকাল রবিবার লেনদেন হয়েছে ৭৮৬ কোটি ২১ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৮০৭ কোটি ৪০ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৮৭টির, কমেছে ২৬৬টির বা ৭০ দশমিক ৩৭ শতাংশ এবং পরিবর্তন হয়নি ২৫টির দর। টাকার অংকে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, ওয়ান ব্যাংক, সোনালি পেপার, ফরচুন সুজ, একটিভ ফাইন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, জেনেক্স ইনফোসিস ও পিপলস লিজিং।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৮৩ দশমিক ১৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৮ দশমিক ৭৫ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৯ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৫৪৭ দশমিক ৭০ পয়েন্টে ও ১ হাজার ৪৪৩ দশমিক ২৪ পয়েন্টে।

অপর পুঁজিবাজার সিএসইতে রবিবার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৪ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৩৪ কোটি ১ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮৫টির কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৩টির, কমেছে ২০৪টির বা ৭১ দশমিক ৫৮ শতাংশ এবং পরিবর্তন হয়নি ১৮টির কোম্পানির। টাকার অংকে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, রবি, ওয়ান ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল ও ন্যাশনাল ব্যাংক।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৩৬ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৩৮ দশমিক ৮৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৩১ দশমিক ১১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৮৫ দশমিক ৭৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২০২ দশমিক ৪৮ পয়েন্ট ও সিএসআই সূচক ২৫ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৭৯ দশমিক ১৮ পয়েন্টে, ১৩ হাজার ৮৯৬ দশমিক ৫৪ পয়েন্টে, ১১ হাজার ৮৬২ দশমিক শূন্য ৭ পয়েন্টে ও ১ হাজার ২২৮ দশমিক ৯৯ পয়েন্টে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন