মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দশ দিনে স্বাভাবিক হবে পেঁয়াজের বাজার: বানিজ্যমন্ত্রী

পেঁয়াজের বাজার স্বাভাবিক হতে  আসতে আরও ১০ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি । ১০ দিন লাগার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জাহাজে আমদানিকৃত পেঁয়াজ আগামী ১০ দিনের মধ্যে বাজারে আসবে ।

নতুন আমদানির এ পেঁয়াজ চট্টগ্রাম পর্যন্ত আমদানি খরচ কেজিপ্রতি ৩২ টাকা পড়বে। কিন্তু খুচরা বাজারে এটি সর্বোচ্চ ৬০ টাকায় বিক্রি হবে। এছাড়া ডিসেম্বরের প্রথমেই বাজারে দেশি নতুন পেঁয়াজ আসতে শুরু করবে। সবমিলিয়ে আগামী ১০ দিনের মধ্যে স্বাভাবিক হবে পেঁয়াজের বাজার।

তারপর তিনি স্বীকার করেন, ‘আমদানি করা পেঁয়াজ আসতে এক মাস সময় লাগবে, প্রথমে আমরা তা বুঝতে পারিনি। এই কারনে তাৎক্ষণিক সংকট মেটাতে উড়োজাহাজে করে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়।’

রবিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে শিল্প, কৃষি, বাণিজ্য ও খাদ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে মন্ত্রী এমনটি জানান।

আনন্দবাজার/এফআইবি

 

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  নানা প্রতিবন্ধকতায় বিলীনের পথে আত্রাইয়ের মৃৎশিল্প

সংবাদটি শেয়ার করুন