ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশও পাবে বিশ্বব্যাংকের সর্ববৃহৎ ঋণ

বাংলাদেশও পাবে বিশ্বব্যাংকের সর্ববৃহৎ ঋণ

বিশ্বব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় ঋণ সহায়তা প্যাকেজের ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজ থেকে বাংলাদেশসহ ৭৪টি দেশ সহায়তা পাবে।

বিশ্ব আর্থিক খাতের মোড়ল এ সংস্থাটি জানিয়েছে, করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশসহ ৭৪টি দেশকে ৯৩ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ৮৫ টাকা ৮০ পয়সা) হিসাবে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৮ লাখ কোটি টাকা।

তবে বিশাল অঙ্কের এই সহায়তার মধ্যে বাংলাদেশ কী পরিমাণ পাবে, তা জানায়নি বিশ্বব্যাংক। কম আয়ের দেশগুলোকে এই অর্থ অনুদান হিসেবে দেয়া হবে, না ঋণ হিসেবে দেয়া হবে- সে বিষয়েও বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

বিশ্বব্যাংকের নমনীয় ঋণের সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে। জাতিসংঘের চূড়ান্ত ঘোষণায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখালেও ২০২৬ সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশের (এলডিসি) সুযোগ-সুবিধা পাবে। এর আওতায় বিশ্বব্যাংকের ৯৩ বিলিয়ন ডলারের সহায়তারও ভাগ পাবে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংক সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিএর পক্ষ থেকে এটি সবচেয়ে বড় আর্থিক সহায়তা। জাপান আয়োজিত দুই দিনব্যাপী এক ভার্চুয়াল বৈঠকে এই তহবিলের অনুমোদন দেয়া হয়েছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেছেন, আমাদের অংশীদারদের এই উদার প্রতিশ্রুতি হলো কোভিড-১৯ সংকট থেকে পুনরুদ্ধারের প্রচেষ্টায় দরিদ্র দেশগুলোকে সমর্থন করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবনকে উন্নত করার জন্য একটি অখণ্ডিত এবং দক্ষ প্ল্যাটফর্ম হিসেবে আইডিএতে আমাদের অংশীদারদের আস্থার জন্য আমরা কৃতজ্ঞ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংকের এই তহবিলের মধ্যে ২৩ দশমিক ৫০ বিলিয়ন ডলার দিচ্ছে উচ্চ ও মধ্যম আয়ের ৪৮টি দেশ। সংশ্লিষ্ট দেশগুলোর পুঁজিবাজার ও বিশ্বব্যাংকের তহবিল থেকে এ অর্থ পাওয়া যাবে।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন