ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পলিমারের নগদ ৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমারের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় বিনিয়োগকারীরা সর্বসম্মতিক্রমে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে। আজ বুধবার ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির সচিব লিয়াকত আলি খানের উপস্থাপনায় সভার সভাপতিত্ব করেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কোম্পানির চেয়ারম্যান গোলাম মোস্তফা, স্বতন্ত্র পরিচালক মফিজ উদ্দিন চৌধুরী, মনোনিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার জাহান তালুকদার (অব.), পরিচালক ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন প্রমুখ।

সভায়, ২০২০-২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির কর পরবর্তী মুনাফার পরিমাণ এক কোটি ১৯ লাখ টাকা। গত অর্থবছর যা ছিলো ৬২ লাখ ২২ হাজার টাকা, এ অর্থবছর শেয়ার প্রতি আয় দশমিক ২০ টাকা। যা গত অর্থবছর ছিল দশমিক ১০ টাকা। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন। সভায় ২০২০-২১ অর্থবছরের হিসাব, পরিচালক মÐলী ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়। একইসঙ্গে শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে অন্য এজেন্ডাগুলো অনুমোদন করা হয়।

এসব এজেন্ডার মধ্যে রয়েছে- ২০২০-২১ অর্থবছরের আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ অনুমোদন, নিরিক্ষক নিয়োগ ও পারিশ্রমিক, পরিচালক নির্বাচন, স্বতন্ত্র পরিচালক নির্বাচ সহ ব্যবসা পরিচালন সংক্রান্ত জরুরি এজেন্ডা।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন