দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সাথে জড়িত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কালা আজিজ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দশটার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান পরিবারের আপত্তি না থাকলে শিল্পী সমিতির পক্ষ থেকে এফডিসিতে উনার জানাজার ব্যবস্থা করবো আমরা।
বাংলা সিনেমাতে ভিলেনের সহযোগী হয়ে কানপড়া দিতে দিতে হয়েছেন ‘ওস্তাদ আজিজ’। এমন অসংখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। দীর্ঘদিন চলচ্চিত্রে থাকার সুবাদে ঢাকাই সিনেমার অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে তার।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন আজিজ। ঠিক মতো চিকিৎসা না করতে পারায় তার শরীরের কিছু অংশে পচন ধরে যায়। শেষ ইচ্ছা অনুযায়ী, স্ত্রীর কবরের পাশেই শায়িত হলেন চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ।
আনন্দবাজার/শাহী