সম্ভবত ২০২২ সালেও বেশ কয়েকটি গ্যালাক্সি এ সিরিজের পানি নিরোধক মধ্যমানের স্মার্টফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।
জিএসএমএরিনা জানায়, এরইমধ্যে প্রতিষ্ঠানটি পানি নিরোধক আধা ডজনেরও বেশি গ্যালাক্সি এ সিরিজের ফোন লঞ্চ করেছে। এর মধ্যে আছে গ্যালাক্সি এ৫২, এ৫২ ৫জি, এ৫২এস ৫জি এবং এ৭২।
ভারতীয় দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, স্যামসাং এই স্মার্টফোনগুলিতে ধুলা এবং পানি প্রতিরোধে আইপিএক্সএক্স মান নিশ্চিত করতে “মেমব্রেন উপাদান” এবং পানি নিরোধক সিলিকন ব্যবহার করবে।
সম্প্রতি নিজেদের তৈরি সবচেয়ে সস্তা ৫জি ডিভাইস হিসাবে নতুন স্মার্টফোন ‘স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি’ লঞ্চ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাড়ে ছয় ইঞ্চি এইচডি + এলসিডি ডিসপ্লেওয়ালা স্মার্টফোনটিতে রয়েছে ৭২০ বাই ১৬০০ পিক্সেল রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট।
অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ এসওসিতে চলা হ্যান্ডসেটটিতে আরও রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ। এছাড়া রয়েছে মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুযোগ।
হ্যান্ডসেটটিতে আরও রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ৫,০০০ মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারি প্যাক। এতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল সেন্সর, একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সরসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এবং সামনে রয়েছে পাঁচ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর।
আনন্দবাজার/ টি এস পি