হত্যার চেষ্টা করা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে। দেশটির গোয়েন্দা সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। এ তথ্য নিশ্চিত করা হয়েছে শনিবার সন্ধ্যায়। তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়ার সংবাদমাধ্যম স্পুতনিক জানায়, সিরত শহরে এরদোয়ানের একটি অনুষ্ঠানে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত গাড়ির নিচে বোমা পাওয়া গেছে। গাড়ির নিচে ওই বোমাটি প্রথম দেখতে পান ওই পুলিশ কর্মকর্তার এক বন্ধু।
পরবর্তীতে জানা যায় যে, গাড়িতে বোমা বেঁধে রাখা হয়েছিল। তদন্তকারীরা বিষয়টি নিশ্চিত হওয়ার সাথ সাথেই বম্ব স্কোয়াড এটি নিষ্ক্রিয় করে।
কিন্তু এই ঘটনায় কেউ জখম বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট এরদোয়ানকে হত্যার জন্যই হয়তো এভাবে গাড়ির নিচে বোমা বেঁধে রাখা হয়েছিল।
বোমা আবিষ্কারের পূর্বে ওই কর্মকর্তার গাড়িটি নিয়ে এরদোয়ানের বাড়িতে যাওয়ার কথা ছিল। তবে সৌভাগ্যক্রমে কোনো ধরনের দুর্ঘটনার আগেই গাড়ির নিচে বোমা থাকার বিষয়টি ধরা পড়ে।
আনন্দবাজার/ টি এস পি