ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ওমিক্রন ঠেকাতে মার্চেই আসছে মর্ডানার বুস্টার ডোজ

বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আগামী বছর মার্চের মধ্যে মর্ডানা টিকা তাদের বুস্টার ডোজ নিয়ে আসছে।

এ ব্যাপারে মর্ডানার প্রেসিডেন্ট স্টেফেন হগ বলেন, বুস্টার ডোজের কিছু বিশেষত্ব রয়েছে যার মাধ্যমে করোনার ভ্যারিয়েন্টের মিউটেশনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে। আমরা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি।

তিনি আরও বলেন, এমন একটি ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করা হয়েছে যা ওমিক্রনসহ করোনার চারটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে। এই প্রজেক্টটি সম্পন্ন হতে কয়েক মাস সময় লেগে যাবে বলে জানান তিনি।

স্টেফেন হগ জানান, ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের পরামর্শ অনুযায়ী, স্ট্রেন মোকাবেলায় বুস্টার ডোজ তৈরিতে তিন থেকে চারমাস সময় লাগবে। মার্চের আগে বুস্টার ডোজ নিয়ে আসা সম্ভব না। মর্ডানা যত দ্রুত সম্ভব এই টিকা উৎপাদন শুরু করবে। এই ভ্যাকসিন পুরোপুরি সংক্রমণ বন্ধ না করতে পারলেও তা অনেকটা কমিয়ে নিয়ে আসবে বলে জানান তিনি।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন