ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পেট্রলের দামে সবচেয়ে এগিয়ে হংকং

পেট্রলের দামে সবচেয়ে এগিয়ে হংকং

১৭৩টি শহরের ওপর জরিপ করে বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর একটি তালিকা করেছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এবছর এই তালিকার শীর্ষে রয়েছে ইসরায়েলের তেল আবিব, সবচেয়ে নিচে সিরিয়ার দামাস্কাস। এছাড়াও, বিশ্বের যে পাঁচটি শহরে পেট্রলের দাম বেশি, সেই তালিকাও করেছে ইআইইউ।

সংস্থাটি থেকে পাওয়া জরিপের দেখা গেছে, এক লিটার পেট্রলের দাম সবচেয়ে বেশি হচ্ছে হংকংয়ে। সেখানে এই জ্বালানি বিকোচ্ছে দুই ডলার ৫০ সেন্ট প্রতি লিটার। অর্থাৎ বাংলাদেশি টাকায় হংকংয়ে এক লিটার পেট্রলের দাম পড়বে ২১৪ টাকা ৩৭ পয়সা।

জীবনযাপনের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যে শহরজীবনযাপনের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যে শহর
এই তালিকার পরের চারটি স্থানে আছে নেদারল্যান্ডসের আমস্টারডাম, নরওয়ের অসলো, ইসরায়েলের তেল আবিব এবং জার্মানির হামবুর্গ। এসব শহরে পেট্রলের দাম যথাক্রমে ২ ডলার ১৮ সেন্ট, ২ ডলার ৬ সেন্ট, ২ ডলার এবং ১ ডলার ৯৯ সেন্ট।

আনন্দবাজার/এম.আ

সংবাদটি শেয়ার করুন