ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল শহর সিঙ্গাপুর

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। গত বছর এই তালিকায় চার নম্বরে ছিল সিঙ্গাপুরের নাম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইকোনমিস্ট।

আজ বুধবার প্রকাশিত সংবাদপত্রের গবেষণার ফল অনুযায়ী, ইসরায়েলের রাজধানী তেল আবিব বিশ্বব্যাপী জীবনযাত্রার খরচের শীর্ষে রয়েছে।

এই তালিকায় তেল আবিব ও সিঙ্গাপুরের পর যথাক্রমে রয়েছে জুরিখ, হংকং, নিউইয়র্ক, জেনেভা, কোপেনহেগেন, লস অ্যাঞ্জেলস এবং ওসাকা।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী ছড়িয়ে যাওয়া শুরু হলে জীবনযাপনে খরচ বাড়তে থাকে সিঙ্গাপুরে। এর আগে ২০১৯ সালে ২.৮ শতাংশ খরচ বেড়েছিল। এবং ২০২০ সালে খরচ বাড়ে ১.৯ শতাংশ এবং চলতি বছর খরচ আরও বেড়েছে ৩.৫ শতাংশ।

এক সমীক্ষায় দেখা গেছে, ব্যাপকহারে বেড়ে গেছে তেল আবিবে জিনিসপত্রের দাম। কিন্তু দামেস্ক এবং ত্রিপলিতে জীবন যাপনে খরচ সবচেয়ে কম।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন