ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কমছেই বিশ্ববাজারে তেলের দাম

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ধাক্কা লেগেছে। ফলে দিন দিন কমছে এর দাম। মঙ্গলবার ৩ দশমিক ৭৪ শতাংশ কমেছে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম। ২ দশমিক ৭৫ ডলার পড়েছে ব্রেন্ট ক্রুডের দাম। এদিন ৭০ দশমিক ৬৯ ডলারে বিক্রি হয়েছে প্রতি ব্যারেল।

এদিকে প্রায় সমপরিমাণ কমেছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম। এটি প্রতি ব্যারেলে ২ দশমিক ৪৩ ডলার কমে বিক্রি হয়েছে ৬৭ দশমিক ৫২ ডলারে। এবং ২ দশমিক ৬৫ ডলার কমেছে হিটিং অয়েলের দাম।

করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে এর আগে গত শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে ব্যারেলপ্রতি প্রায় ১০ ডলার। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, অদূর ভবিষ্যতে জ্বালানি তেলের দাম আরও কমবে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন