বেশ কয়েকবছর আগেই পরবর্তী প্রজন্মের ভাঁজ করা স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং। কিন্তু প্রযুক্তি বাজার টিকে থাকতে একের পর এক স্মার্টফোন প্রতিষ্ঠান বানাচ্ছে ভাঁজযোগ্য স্মার্টফোন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে হুয়াওয়ে।
শিল্প সূত্রের বরাত দিয়ে গিজমোচায়নার এক প্রতিবেদনে বলা হয়, এই নভেম্বরেই পরবর্তী প্রজন্মের ফোল্ডএবল ফোন তৈরির কাজে হাত দিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির তৈরি মডেলগুলো বাজারে প্রতিযোগিতায় নামবে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফ্লিপ৩ এর সাথে। এছাড়া দামও হবে তুলনামূলকভাবে কম।
ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২৫ নভেম্বর এক বিনিয়োগকারী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ঝাওলি টেকনোলজি জানায়, তারা এক গ্রাহকের জন্য বড় পরিসরে নতুন ফোল্ডএবল স্মার্টফোন উৎপাদনে হাত দিয়েছে।
তবে উল্লেখ করা হয়নি সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম। তবে শিল্প পর্যবেক্ষকরা বলছেন, এটি যে হুয়াওয়ে, সে ব্যাপারে তারা নিশ্চিত।
আনন্দবাজার/ টি এস পি