ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেঁচে আছে মিস্টার বিন

বেঁচে আছে মিস্টার বিন

বেঁচে আছে ‘মিস্টার বিন’-খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর খবরটি মিথ্যা।

জনপ্রিয় অভিনেতা বহাল তবিয়তেই রয়েছে। আগস্টে ‘ম্যান ভার্সেস বি’ নামের একটি কমিডি শোতে দেখা গেছে বিনকে। পরচুলায় লাল টি-শার্টে সাবলীল দেখাচ্ছিল মিস্টার বিন-খ্যাত রোয়ান অ্যাটকিনসনকে।

গত ২২ নভেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৮ বছরের বিন। মুহূর্তেই সে খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বয়সের গরমিলের কারণে সন্দেহ হওয়ায় বিষয়টি যাচাই করেন ভক্তরা। ধরা পড়ে এটি অভিনেতা রোয়ান অ্যাটকিনসন নয়।

দ্য সানের খবরে বলা হয়েছে, টুইটে বিনের বয়স ভুল উল্লেখ করা হয়েছিল। তার বর্তমান বয়স ৬২।

 টুইটে কমেন্টে একজন লেখেন, ‘রোয়ান অ্যাটকিনসন ওরফে মিস্টার বিন মারা যাননি। পোস্টটি ভুয়া। আরেক ভক্ত লেখেন, ‘অভিনেতা মিস্টার বিনের মৃত্যুর ভুয়া খবর আবারও ছড়ানো হচ্ছে। এটা সম্ভবত ২৩তম বার। মানুষটাকে বাঁচতে দিন।’

নিউ ইয়র্কভিত্তিক ফক্স নিউজের ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি গুজবটি ছড়ানো হয়। এর আগে ২০১৭ সালের ১৮ মার্চ ফক্স নিউজের নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একই ধরনের গুজব ছড়ানো হয়। কিছু সময়ের মধ্যে ফক্স নিউজ কর্তৃপক্ষ খবরটিকে ভুয়া বলে নিশ্চিত করে। তবে তার আগেই ৩ লাখ বার শেয়ার হয়ে যায় বিনের মৃত্যুর খবর।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন