ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

একাধিক নিরাপত্তা ফিচার চালু করলো হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ একাউন্ট আরও সুরক্ষিত রাখতে একাধিক নতুন ফিচার নিয়ে হাজির হল হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ। ফিচারগুলো হলো- ফ্ল্যাশ মেসেজ ও মেসেজ লেভেল রিপোর্টিং ফিচার। নতুন এই দুইটি ফিচার নিরাপত্তার জন্য কাজ করবে। ফিচারগুলোতে পাওয়া যাবে ফ্ল্যাশ কলসহ একাধিক সুবিধা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্রথম ফিচারে লগ ইনের এসএমএস-এর সঙ্গেই ফ্ল্যাশ কল ব্যবহার করা যাবে। গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করতেই এই দুই ফিচার নিয়ে আসা হয়েছে।

ফ্ল্যাশ কল ফিচার ব্যবহারের মাধ্যমে গ্রাহক একটি অটোমেটেড কলের মাধ্যমে ফোন নম্বর ভেরিফাই করতে পারবেন। এর আগে এসএমএস-এর মাধ্যমে এই কাজ করা যেত। আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরাই এই সুরক্ষা ফিচার ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে গ্রাহকের ফোনে একটি ফোন আসবে এবং অটোমেটিক নম্বর ভেরিফাই হয়ে যাবে। অ্যাপের মধ্যে থেকেই এই কাজ হওয়ার কারণে নতুন এই পদ্ধতি আগের থেকে অনেক বেশি সুরক্ষিত।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন