ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

২৩ হাজার টাকা এক কাতলের দাম

২৩ হাজার টাকা এক কাতলের দাম

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি কাতল। মাছটি দেড় হাজার টাকা কেজি দরে প্রায় ২৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে সকাল ১০টার দিকে নেন। এর পর স্থানীয় মাছ ব্যবসায়ী আরিফা-চাঁদনী মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা এক হাজার ৫০০ টাকা কেজি দরে সাড়ে ২২ হাজার টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে জেলে কৃষ্ণ হালদারের কাছ থেকে কাতলটি এক হাজার ৫০০ টাকা কেজি দরে কিনে নিয়েছি। এখন এক হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করব বলে জানান তিনি।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন