ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আল আকসা মসজিদের ফটকে গোলাগুলি, নিহত দুই

জেরুজালেমে এক ফিলিস্তিনির গুলিতে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হওয়ার পর ইসরায়েলি পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীরও নিহত হয়েছে। রবিবার আল আকসা মসজিদের একটি ফটকের কাছে এই ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে, ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চার দিনের মধ্যে এ নিয়ে জেরুজালেমে দ্বিতীয় হামলার ঘটনা ঘটল।

এ ব্যাপারে ইসরায়েলি পুলিশের মুখপাত্র জানান, পূর্ব জেরুজালেমের বাসিন্দা ওই ফিলিস্তিনি একটি সাবমেশিনগান নিয়ে হামলাটি চালিয়েছে। সে যাদের গুলি করেছে তাদের মধ্যে দুজন বেসামরিক ব্যক্তি ছিলেন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহত অপর দুজন পুলিশ।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে জেরুজালেমের পুরনো শহর ও পূর্ব জেরুজালেমের অন্যান্য অংশ দখল করে নেয় ইসরায়েল। এরপর দখলকৃত এলাকাগুলো নিজেদের সীমানাভুক্ত করে ইসরায়েল। তবে বিশ্ব সম্প্রদায় তা মেনে নেয়নি।

পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী করতে চায় ফিলিস্তিনিরা। অন্যদিকে ইসরায়েলের ভাষ্য, পুরো জেরুজালেম শহর তাদের ‘চিরন্তন ও অভিভাজ্য’ রাজধানী।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন