ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা সত্য সংবাদ দেখতে চাই: শিবলী রুবাইয়াত

‘আমরা নিউজ দেখলেই বুঝি কেন বা কী স্বার্থে করা হয়েছে। তাই আমরা সত্য সংবাদ দেখতে চাই। এমনটাই বললেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

গতকাল শুক্রবার দেশের পুঁজিবাজারের কর্মরত সাংকাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএসজেএফ) নিজস্ব অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিএসজেএফের নিজস্ব অফিসটি রাজধানীর পুরানা পল্টনের আল-রাজী কমপ্লেক্সের চার তলায় (কক্ষ ৪০২ ও ৪০৩) অবস্থিত।

উদ্বোধনী অনুষ্ঠানে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমরা শেয়ারবাজারের উন্নয়নে এখনো কিছুই করতে পারিনি। তারপরও স্টেকহোল্ডাররা যেভাবে প্রশংসা করেন, তাতে সত্যিই ধন্য হয়ে যাই। আমাদের শেয়ারবাজারের আকার জিডিপির মাত্র ২০ শতাংশ- এমন তথ্য জানিয়ে তিনি বলেন, সেই হিসেবে এটা কোনো মার্কেট হলো না। তারপরও কত লোক বলছেন, মার্কেট অনেক বড় ও অতিমূল্যায়িত হয়ে গেছে। এসব বিষয় মোকাবেলা করতে হবে। যা আমাদের একার পক্ষে সম্ভব না। এক্ষেত্রে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

নিজের বাসা বা ঠিকানা যে কি পরিমাণ প্রয়োজন, তা আমরা সবাই বুঝি- এমন মন্তব্য করে শিবলী রুবাইয়াত বলেন, যারা নিজেদের বাসায় থাকি, তারা নিজেদের অনেক ভাগ্যবান মনে করি। আসলে কোনো কিছুই স্থায়ী ঠিকানা ছাড়া ভালোভাবে করা সম্ভব হয়নি।

বিএসইসির বিদ্যমান জনবল দিয়ে ১১শত প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা খুবই কঠিন বলে মন্তব্য করেন বিএসইসি চেয়ারম্যান। বলেন, আমাদের সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ করতে হয়। তাই ক্যাপিটাল মার্কেট বিটের সাংবাদিকদের বিভিন্ন ইস্যুতে সঠিক তথ্য তুলে আনতে হবে। যা কমিশনের কাজকে সহজ ও দ্রুত করে তুলবে।

যেসব ব্যবসায়ীর পত্রিকা রয়েছে, তাদের নিজেদের স্বার্থ রক্ষা বা প্রভাবিত করতে গিয়ে ভুল সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা কিন্তু নিউজ দেখলেই বুঝি কেন বা কী স্বার্থে করা হয়েছে। আমরা সত্য সংবাদ দেখতে চাই। নিজের ব্যবসার সুবিধার জন্য অন্যের ক্ষতিকর হয় এমন কোন সংবাদ চাই না। এ জাতীয় বিষয়গুলো প্রতিরোধ করতে আহ্বান জানান।

সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মনির হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. খায়রুল হোসেন, বর্তমান কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ, ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনূসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভুইঁয়া, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমসহ বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিএমজেএফের নিজস্ব অফিস কিনতে যেসব প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করেছেন, সেইসব প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দ্যা সিটি ব্যাংক লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ এসোশিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, এনআরবিসি ব্যাংক, শেয়ারবাজারনিউজ, এলআর গ্লোবাল বাংলাদেশ, শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, লংকা বাংলা সিকিউরিটিজ, আইডিএলসি ফাইন্যান্স, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ, আইডিএলসি ফাইন্যান্স অ্যান্ড সাবসিডিয়ারিস, ইউনাইটেড সিকিউরিটিজ, পদ্মা ব্যাংক, এবি সিকিউরিটিজ, এবি ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন