বিদায়ি সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের সপ্তাহ থেকে বিদায়ি সপ্তাহে ডিএসইর পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৪ হাজার ৬০৮ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ৯৪ কোটি টাকা। তবে সপ্তাহে ডিএসইতে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। ডিএসইর সূত্রে এসব তথ্য জানা গেছে।
গেল সপ্তাহের শেষে ডিএসইর পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬১ হাজার ৭৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৫৬২ টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৫৬ হাজার ৪৭০ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩১ টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর পুঁজিবাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৬০৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ৮৩১ টাকা।
গেল সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৯৯২ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৮৮৮ টাকা। যা আগের সপ্তাহে ছিল ৫ হাজার ৮৯৮ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৬৯০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ৯৪ কোটি ১৪ লাখ ৫০ হাজার ১৯৮ টাকা। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৩৯৮ কোটি ৫২ লাখ ৩৬ হাজার ৯৭৮ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ১ হাজার ১৭৯ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ৯৩৮ টাকা।
বিদায়ি সপ্তাহের শেষে ডিএসইএক্স সূচক ৯৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯১ দশমিক ৮২ পয়েন্টে। এছাড়া ডিএসই৩০ সূচক ১৩ দশমিক ৯৮ পয়েন্ট ও শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৬৯৪ দশমিক ৯৫ পয়েন্টে ও ১ হাজার ৪৮০ দশমিক ৩৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৩টির, দর কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। লেনদেন হয়নি চার কোম্পানির।
গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির ৫ হাজার ১৭৯ কোটি ৪২ লাখ ৫৯ হাজার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। ওই সময় ‘বি’ ক্যাটাগরির ১ হাজার ৩২৯ কোটি ৬৪ লাখ ৩০ হাজার, ‘এন’ ক্যাটাগরির ১৫৩ কোটি ৩৩ লাখ ২৮ হাজার ও ‘জেড’ ক্যাটাগরির ৩৫ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আনন্দবাজার/শহক