ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই পরিবারের ‘পাকা দেখা’য় সোহম-সুস্মিতার বিয়ে

দুই পরিবারের ‘পাকা দেখা’য় সোহম-সুস্মিতার বিয়ে

টালিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী ও সুস্মিতা চ্যাটার্জীকে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখতে পাবেন ভক্ত-অনুরাগীরা। নতুন একটি সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন এই দুই তারকা।

প্রেমেন্দুবিকাশ চাকীর নতুন সিনেমা ‘পাকা দেখা’য় জুটি বাঁধছেন সোহম-সুস্মিতা।

সিনেমার গল্প সম্পর্কে জানা গেছে, অফিস পাড়ায় কথা হয় জয়-তিয়াশার। জয় একজন ব্যাংক কর্মচারী। তার জীবন ঘড়ির কাঁটায় বাঁধা। আর তিয়াশা কাজ করে আইটি সেক্টরে। কাজের চাপের জন্য সময় মতো কিছুই সামলে নিতে পারেন না তিনি। তবে তিয়াশার বাবা জামাই হিসেবে পছন্দ করেন জয়কে। আর সেই সূত্র ধরেই দুই পরিবারের মধ্যে ‘পাকা দেখা’।

পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্যে সিনেমাটিতে সোহম-সুস্মিতা ছাড়াও অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণি সরকার, সুমন্ত মুখোপাধ্যায়, দোলন রায় প্রমুখ।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন